ছাতক প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ)’র ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাতকে জাগ্রত ছাতকবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা শহরের কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বের করা হয় একটি বিশাল বিক্ষোভ মিছিল। জুম্মার নামাজ শেষে বৈশ্বিক করোনা মহামারী উপেক্ষা করে নবী প্রেমে আসক্ত শ’ শ’ মুসলিম জনতা খন্ড-খন্ড মিছিল নিয়ে শহরের ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড, সুফি আলম সুহেলের সভাপতিত্বে ও এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নবী করিম(সাঃ)কে নিয়ে অবমাননাকর চিত্র প্রদর্শন করে ফ্রান্স সরকার বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। এর প্রতিবাদে ফ্রান্সের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে বিশ্বের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠি। নবী করিম(সাঃ)কে অবমাননা করার জন্য চরম মূল্য দিতে হবে ফ্রান্স সরকারকে। ফ্রান্সের সকল পণ্য এবং ছাতকস্থ লাফার্জ সিমেন্ট বর্জনের পাশাপাশি পরিবহন সুবিধা না দেয়ার আহবান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন, সমাজসেবী ডাঃ আফছার উদ্দিন, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, রাজারগাও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইউম, মুক্তিরগাও দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকির হোসাইন, এড. আলম উদ্দিন, এড. ফয়জুল আহমদ পাভেল, যুবনেতা আব্দুল মুমিন মামনুন, ছাতক পেট্রোল পাম্প মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দিন, সামাজিক সংগঠন তারুণ্যের ৭১ এর সভাপতি আদনান কাউসার রাজ্জাক, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন। এসময় মাওলানা মুজিবুর রহমান জালালাবাদী, হাজী আশিদ আলী মেম্বার, ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের, ব্যবসায়ী মাওলানা সিদ্দেক আহমদ, সালাহউদ্দিন আহমদ, আবু হেনা তারেক, ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাদেক, আব্দুল মোহাইমিন, নাজমুল হাসান জুয়েল প্রমুখ। এদিকে বিকেলে ওয়ার্ড কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগের নেতৃত্বে লাফার্জ গেটে বিক্ষোভ প্রদর্শন করে ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডবাসী। পরে বিক্ষোভকারীরা লাফার্জ পণ্য বিপণন বন্ধে লাফার্জ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।