• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
ছাতকে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে থানা আঙ্গিনায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনতা সম্মিলিতভাবে কাজ করার জন্যই কমিউনিটি পুলিশ গঠিত হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, থানার ওসি অপারেশন মিজানুর রহমান। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশের উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক-দোয়ারার সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাংবাদিক হারুন-অর রশীদ, উপজেলা কমিউনিটি পুলিশের যুগ্ম আহবায়ক, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা রজব আলী, ছাতক প্রেসক্লাব সেক্রেটারী আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব-দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, ছাতক পৌর মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, শিক্ষিকা পারভিন বেগম, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাসেল আহমদ, ইউপি সদস্য সুনু মিয়া, আতাউর রহমান, কাজী ইব্রাহিম আলী, দুলাল আহমদ, জুয়েল আহমদ, ইউপি সদস্যা আফিয়া বেগম, রওশনারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির সু-সজ্জিত দল উপস্থিত ছিলেন।