• ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ৩২৬ জনের মৃত্যু:আক্রান্ত ২১,৯১৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শনিবার) ৩২৬ জনের মৃত্যু:আক্রান্ত ২১,৯১৫ জন

বিবিএন নিউজ ডেস্ক: ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (শনিবার) আরো আক্রান্ত হয়েছে ২১,৯১৫ জন। যা গত কালের চেয়ে প্রায় ২৫০০ জন কম।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৩২৬ জনের। গতকাল শুক্রবার ছিলো ২৭৪ জন, বৃহস্পতিবার ছিলো ২৮০ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৫৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১,৯১৫ জন। গতকাল শুক্রবার ছিলো ২৪,৪০৫ জন, বৃহস্পতিবার ছিলো ২৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন। (সূত্র দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৮ জন, ওয়েলসে ১৩ জন, স্কটল্যান্ডে ২৪ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।(ওয়ান বাংলা)