• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ২৮০ জনের মৃত্যু:আক্রান্ত ২৩,০৬৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) ২৮০ জনের মৃত্যু:আক্রান্ত ২৩,০৬৫ জন

বিবিএন নিউজ ডেস্ক:ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আরো আক্রান্ত হয়েছে ২৩,০৬৫জন। যা গত কালের চেয়ে প্রায় ১৭০০ জন কম।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২৮০ জনের। গতকাল বুধবার ছিলো ৩১০ জন, মঙ্গলবার ছিলো ৩৬৭ জন, সোমবার ছিলো ১০২ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৯৫৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩,০৬৫ জন। গতকাল বুধবার ছিলো ২৪,৭০১ জন, মঙ্গলবার ছিলো ২২,৮৮৫ জন, সোমবার ছিলো ২০,৮৯০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৫ হাজার ৩৪০ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৯২ জন, ওয়েলসে ২১ জন, স্কটল্যান্ডে ৩৭ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।