• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

বিবি এন নিউজ ছাতকঃ  সুনামগঞ্জের ছাতকে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, এনামুল ইসলাম পারভেজ, আনিছুর রহমান, মশিউর রহমানসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

পরে কালারুকা ইউনিয়নের গড়গাও আশিক মিয়ার বাড়ীতে এলাকার দক্ষ ১৩ জন কৃষক নিয়ে গঠিত কৃষক প্রশিক্ষণ মাঠ স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আব্দুল মন্নাফ, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোস্তফা ইকবাল আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। (sylhet today24)