• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিযানে মিলেছে ইরফান সেলিমের টর্চার সেল

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
অভিযানে মিলেছে ইরফান সেলিমের টর্চার সেল

বিবি এন নিউজ ঢাকাঃ এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাড়িতে অভিযানের পর তার কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখানে ইরফানের টর্চার সেল রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আজ সোমবার রাত আটটার দিকে পুরান ঢাকার চকবাজারের মদিনা আশিক টাওয়ারের ১৬ তলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু হয়েছে।

র‌্যাব জানায়, সন্ধ্যা পর্যন্ত ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ অস্ত্র ও মাদক, ওয়াকিটকিসহ বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়। অবৈধ অস্ত্র ও মদ রাখার অভিযোগে হাজী সেলিম পুত্রকে ছয় মাস করে এক বছরের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় আদালতের নির্দেশে ইরফানকে কারাগারে প্রেরণ করা হয়।

এ ঘটনার পরই পুরান ঢাকার আরেকটি ভবনে ইরফানের কার্যালয়ে টর্চার সেল পাওয়ার খবরে সেখানে অভিযান শুরু হয়েছে।(দৈনিক মানবজমিন)