• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ; শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে স্থানীয় সার্কিট হাউসে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, রামকৃষ্ণ মিশনের সভাপতি পরিমল কান্তি দে, ২৮ বিজিবির উপ অধিনায়ক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট মোঃ সোহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, শিক্ষাবিদ ধূরজটি কুমার বসু, যোগেশ্বর দাস, পিপি এডভোকেট শামসুননাহার শাহানা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সুনামগঞ্জে জেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক গণ । এছাড়া সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের আমন্ত্রণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
এ বছর সুনামগঞ্জ জেলায় মোট ৪১২টি পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ পৌর এলাকার ৪১টি পূজা শান্তি পূর্ণ ভাবে সরকারি নির্দেশে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।