• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফরাসী প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা প্রয়োজন — এরদোগান

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
ফরাসী প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা প্রয়োজন — এরদোগান

২৫ অক্টোবর, বিবিসি, ফ্রান্স২৪, আল জাজিরা: গত শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে রিস্যেপ তায়েপ এরদোগান এ মন্তব্য করেন। এদিকে এরদোগানের এমন মন্তব্যের পর তুরস্কে নিয়োজিত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।  সম্প্রতি ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করে হত্যার করা হয়। এই ঘটনার জন্য ইসলামপন্থী উগ্রবাদীদের দায়ী করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। এই সপ্তাহের শুরুতে স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘আমরা কার্টুন প্রদর্শন বন্ধ করবো না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সঙ্কট তৈরি করছে। শুধুমাত্র যে আমাদের দেশেই যে এই ধরনের ঘটনা চোখে পড়ছে তা কিন্তু নয়। তবে আমরা কোনোভাবেই ফ্রান্সের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে কাউকে আঘাত হানতে দেব না। নতুন করে অভিযান চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ও পাবলিক সেক্টর থেকে ধর্মকে সরিয়ে দেওয়া হবে। নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখার জন্য যেসব স্কুল ও মসজিদ বিদেশে থেকে টাকা পায় তাদের ওপর কড়া নজরদারি চলবে।’

ম্যাঁক্রোর এমন বক্তব্যের সমালোচনা করে শনিবার এরদোগান বলেন, ‘ইসলাম সঙ্কট তৈরিকারী দাবি করে ম্যাঁক্রো যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উসকানিও দিয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট এসব কথা বলে ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনি কেউ নন।’