• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে সাংসদ পীর মিসবাহর একাত্মতা প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০
সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে সাংসদ পীর মিসবাহর একাত্মতা প্রকাশ

সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :মন্ত্রীসভায় অনুমোদিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় শন্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ‘সুনামগঞ্জবাসীর’ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দাবির সাথে একাত্মতা জানাতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, হাওর অধ্যুষিত প্রান্তিক এই জেলাবাসীকে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সদরকে বঞ্চিত করে দুই কিলোমিটারের মধ্যে এতগুলো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ রহস্যজনক। এসব প্রতিষ্ঠান করতে কাদের জামি অধিগ্রহণ করা হচ্ছে সেটি খতিয়ে দেখলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন, জািতীয় পার্টির নেতা মনিরুজ্জামান মণির. জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিশ^বিদ্যালয় সুনামগঞ্জে স্থাপনের ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা কামনা করেন তিনি।