বিবিএন নিউজ ডেস্ক: ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত হযেছে ১৯,৭৯০ জন। যা গত কালের চেয়ে প্রায় ৩০০০ জন কম।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৫১ জনের। গতকাল শনিবার ১৭৪ জন, শুক্রবার ছিলো ২২৪ জন, বৃহস্পতিবার ছিলো ১৮৯ জন, বুধবার ছিলো ১৯১ জন। মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮৯৬ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,৭৯০ জন। গতকাল শনিবার ২৩,০১২ জন, শুক্রবার ছিলো ২০,৫৩০ জন, বৃহস্পতিবার ২১,২৪২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৩ হাজার ৮০০ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা)