• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানচেষ্টারে ‘গ্লোবাল রিলিফ ট্রাষ্টের’ তহবিল সংগ্রহ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০
মানচেষ্টারে ‘গ্লোবাল রিলিফ ট্রাষ্টের’ তহবিল সংগ্রহ

এ এম সমুজ বিবি এন নিউজ ডেস্কঃ গ্রেটার মানচেষ্টারের ওল্ডহাম, আষ্টন এবং রচডেলে একযোগে বিভিন্ন সেলুনে হেয়ার কাটার মাধ্যমে ও সেলুন মালিকদের সহায়তায় চ্যারেটি সংস্হা গ্লোবাল রিলিফ ট্রাষ্টের জন্য ফান্ড সংগ্রহ করা হয়।

‘গ্লোবাল রিলিফ ট্রাষ্ট ‘ নর্থওয়েষ্টের ইনচার্জ জনাব আফরোজ মিয়া এই তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে আপদে পাশে থাকা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’ গ্লোবাল রিলিফ ট্রাষ্ট ‘ একটি বিশ্বস্ত চ্যারিটি সংস্থা। এই ফান্ডের টাকা শতভাগ গরীব অসহায় মানুষের পিছনে খরচ করা হয়।

তিনি এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আজ কে যারা চুল কাটছেন, এই চুল কাটার টাকা সেলুন মালিকরা নিচ্ছেন না। তারা সব টাকা আমার এই চ্যারিটি সংস্থায় দান করে দিচ্ছেন। তিনি সেলুন মালিক ও কমিউনিটির সকল কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।