সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবাচনে নৌকা প্রতিকী ৩৭ হাজার ৩শ ২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ইকবাল আল আজাদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল রুমে নির্বাচনে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রতিকে নূরুল হক আফিন্দি পেয়েছেন১৬,হাজার ৮শ ৯০ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতিকে ৪হাজার ৮শ ৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতিকে ১হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।