• ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রায়হানের মাকে দুই লাখ টাকা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
রায়হানের মাকে দুই লাখ টাকা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বিবি এন নিউজ সিলেটঃ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগমকে দুই লাখ টাকা প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার নগরীর আখালিয়া এলাকায় রায়হানের বাড়িতে গিয়ে ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই টাকা উপহার হিসেবে প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় রায়হানের মেয়ে আলফাকে কোলে নিয়ে আদর করেন পররাষ্ট্রমন্ত্রী।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে। এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না।