• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় সর্বাধিক মৃত্যু ২৪১ জন, দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২১,৩৩১ জন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় সর্বাধিক মৃত্যু ২৪১ জন, দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ২১,৩৩১ জন

বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২১,৩৩১ জন আক্রান্ত হয়েছেন। যা গত কালের চেয়ে প্রায় ২৫০০ জন বেশি। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২৪১ জনের। যা গত ৫ জনের পর সর্বাধিক। গতকাল সোমবার ছিলো ৮০ জন, রবিবার ছিলো ৬৭ জন, শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৯৬৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩৩১জন। গতকাল সোমবার ছিলো ১৮,৮০৪ জন, রবিবার ছিলো ১৬,৯৮২ জন, শনিবার ছিলো ১৬,১৭১ জন, শুক্রবার ছিলো ১৫,৬৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬২ হাজার ৫৪২ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন, ওয়েলসে ১০ জন, স্কটল্যান্ডে ১৫ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ২ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।(ওয়ান বাংলা )