• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগন্জে পরিকল্পনামন্ত্রী ও তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
সুনামগন্জে পরিকল্পনামন্ত্রী ও তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া
  1. বিবি এন নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জের কৃতিসন্তান এম এ মান্নান এমপি ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    সুনামগঞ্জ পৌর শহরের কালেক্টরেট জামে মসজিদে সোমবার জোহরের নামাজের পর এই মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে গণমাধ্যমকর্মীসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা তাজুল ইসলাম।
    মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ তারিক হাসান দাউদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মহিম, সাংবাদিক-আইনজীবী মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক আকরাম উদ্দিন, আসাদ মনি, পুলক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন। (সংগ্রীহিত)