• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে দু’দিন ধরে নিখোঁজ আমির হোসেনের সন্ধান চায় তার পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
ছাতকে দু’দিন ধরে নিখোঁজ আমির হোসেনের সন্ধান চায় তার পরিবার

 

ছাতক প্রতিনিধিঃ  সুনামগঞ্জের ছাতকে আমির হোসেন (৬৫) নামের এক ব্যক্তি দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের নৌকাকান্দি গ্রামের বাসিন্দা।
নিখোঁজের ছেলে মামুন রশিদ জানান, ৪ বছর আগে তার বাবা হঠাৎ ব্রেইনস্ট্রোক করে অসুস্থ্য হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এক বছর আগে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে কুমিল্লার নোয়াখালীতে আত্মীয়ের বাড়িতে তার সন্ধান মিলেছিল। গত ১৮ অক্টোবর বেলা ২টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন নি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিলেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল কালো শার্ট ও সাদা লুঙ্গি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এমতাবস্থায় তার সন্ধান পাওয়া গেলে (০১৭৮৫-৮১৯০৮৫) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার।