• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ‘তামাশার নাটক’: কাদের

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ‘তামাশার নাটক’: কাদের

বিবি এন নিউজ ঢাকা: নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি ‘তামাশার নাটক’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করছে। জেতার জন্য নয়, অভিযোগ করার জন্যই নির্বাচনে অংশ নেয় বিএনপি।’

রবিবার (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সদ্য অনুষ্ঠিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। এই দুটি আসনের নির্বাচনে কারচুপি ও এজেন্টদের হয়রানির অভিযোগ তুলে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। উপনির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে দেশবাসী গভীরভাবে হতাশ হয়েছে।

শহীদ শেখ রাসেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তর থেকেও নির্মম ছিল ৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড।

এরপর স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনায় ওবায়দুল কাদের বলেন,‘আগামীকাল থেকে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম শুরু হবে। সে অনুযায়ী আগামীকালই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে।