• ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
কানাইঘাটে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

বিবি এন নিউজঃ সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী মরম আলী (২৮) কে গ্রেফতার করেছে  র‌্যাব-৯। শনিবার (১৭ অক্টোবর) রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের একটি ক্ষুদেবার্তায় জানানো হয়।

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর আগফৌদ গ্রামের গৃহবধূ ফাতেমা বেগমের মরদেহ শুক্রবার সকালে নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা কালিনগর আগফৌদ গ্রামের আব্দুল খালিকের স্ত্রী জলিকা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফাতেমা বেগমের স্বামী মরম আলীর নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। থানার মামলা নং- ২২, তারিখ- ১৭/১০/২০২০ইং।

পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার রাতে যে কোন সময় ফাতেমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সঞ্জিত কুমার জানিয়েছেন।

প্রসঙ্গত, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ফাতেমা বেগমকে তার বাবার বাড়ির আলাদা ঘরে শ্বসরুদ্ধ করে হত্যা করা হয়।  এরপর পালিয়ে যান তার স্বামী একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র মরম আলী। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও সিলেট সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ফাতেমার লাশ উদ্ধার করে। ফাতেমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। এ হত্যাকান্ডের সাথে ফাতেমা বেগমের স্বামী মরম আলী ছাড়াও আর কেউ জড়িত রয়েছেন কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

এলাকার অনেকে বলছেন প্রায় এক বছর পূর্বে অন্য স্বামীর ঘর থেকে পালিয়ে এনে ফাতেমা বেগমকে বিয়ে করে মামাতো ভাই মরম আলী। বিয়ের পর থেকে মরম আলী তার বাড়ি ছেড়ে শশুড় বাড়িতে আলাদা ঘরে ফাতেমাকে নিয়ে বসবাস করত। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। (সংগ্রীহিত)