• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

লকডাউন নিয়ম নিয়ে মানচেষ্টারে বিভ্রান্তি

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
লকডাউন নিয়ম নিয়ে মানচেষ্টারে বিভ্রান্তি

বিবি এন নিউজ মানচেষ্টারঃ  বৃটেনের গ্রেটার মানচেষ্টার সিটিতে কোভিড ১৯ বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া সাধারন মানুষ।  ঘন ঘন লকডাউন বিধিনিষেধ পরিবর্তন হওয়ায় জনগন পড়েছে বিভ্রান্তিতে।

এ নিয়ে প্রধানমন্ত্রী  বরিস জনসনের সরকারের সাথে দেন দরবারে লিপ্ত হয়েছেন মানচেষ্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।

তিনি এই মুহূর্তে টিয়ার থ্রি প্রয়োগ করতে রাজি নয়। এ  দিকে করোনা ভাইরাস ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াতে স্হানীয় জনগনের অনেকেই কড়াকড়ি লকডাউনের সাথে একমত।

অন্যদিকে ঢিলেঢালা লকডাউন দিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে চান  স্হানীয় মেয়র।

উল্লেখ্য বৃটেনে আজ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬,১৭১জন আর মৃত্যুর সংখ্যা ১৫০ জন।