• ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ,দেশবাসীর কাছে দোয়া কামনা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ,দেশবাসীর কাছে দোয়া কামনা

 

নিজস্ব প্রতিবেদকঃআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পজিটিভ শনাক্তের পর শুক্রবার রাত থেকে তথ্যমন্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও তিনি শারিরীকভাবে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের শারীরিক অবস্থা ভালো আছে। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।