• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আক্রান্ত ১৫,৬৫০ জন: মৃত্যু ১৩৬ জনের

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আক্রান্ত ১৫,৬৫০ জন: মৃত্যু ১৩৬ জনের

বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) করোনায় নতুন করে ১৫,৬৫০ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ৩৩৩০ জন কম। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১৩৬ জনের। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৩৭ জন, বুধবার ছিলো ১৩৭ জন, মঙ্গলবার ছিলো ১৪৩ জন । মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৪২৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৬৫০ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৮, ৯৮০ জন, বুধবার ছিলো ১৯,৭২৪ জন, মঙ্গলবার ছিলো ১৭,২৩৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ২৭২ জন। (সূত্র দ্যা সান/ওয়ান বাংলা )

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮২ জন, ওয়েলসে ৫ জন, স্কটল্যান্ডে ৯ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।