• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের তাছওয়ার রাজার বিরল সম্মাননা,১২ বছর অসুস্থ থেকেও কর্নেল পদবীতে প্রমোশন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
সুনামগঞ্জের তাছওয়ার রাজার বিরল সম্মাননা,১২ বছর অসুস্থ থেকেও কর্নেল পদবীতে প্রমোশন

বিশেষ প্রতিবেদকঃ ছবির মানুষটিকে আমরা কেউই চিনি না, যদিও চেনার কথাও না। উনি কর্ণেল দেওয়ান মোহম্মদ তাছওয়ার রাজা, বিখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র।

সিলেট ক্যাডেট কলেজের (SCC) প্রাক্তন ক্যাডেট যিনি আক্ষরিক ভাবেও ছিলেন রাজপুত্র। তাঁর চলা ফেরা, আচার ব্যবহার, পোষাক পরিচ্ছেদ, দান খয়রাতে তিনি ছিলেন সত্যিই আভিজাত্যের প্রতীক। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ মিলিটারী একাডেমীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সম্পদ এই অসাধারন মেধাবী অফিসার প্রায় ১২ বছর আগে মস্তিস্ক রক্তক্ষরনে (Cerebral Haemorrhage) অচল হয়ে পড়েন, তিনি মৃত নন কিন্তু কার্যত তাঁর মস্তিস্কসহ সব কটি অংগই অচল। সেইথেকে সেনাবাহিনী এই মানুষটিকে অতি আদর যত্নে সিএমএইচে লালন আর সেবা করে আসছে।

গতকাল তাকে কর্নেল পদবীতে প্রমোশন দেয়া হয়েছে যা বাংলাদেশ তথা সারাবিশ্বের মাঝেই এক বিরল দৃষ্টান্ত।

আমরা জানি এসব জাগতিক কোন কিছুই তাকে স্পর্শ করে না, তবু তার প্রমোশনের সংবাদে সশস্ত্রবাহিনীর সকল অবসরপ্রাপ্ত ও কর্মরত অফিসারবৃন্দের সাথে সারাদেশবাসী আবেগাপ্লুত। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিন, আমীন।