• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে লতিফিয়া স্মৃতি পরিষদ মির্জাপুর বুড়াইরগাও এর নতুন কার্যালয় উদ্বোধন ও শপথ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
ছাতকে লতিফিয়া স্মৃতি পরিষদ মির্জাপুর বুড়াইরগাও এর নতুন কার্যালয় উদ্বোধন ও শপথ অনুষ্ঠিত

বিবিএন নিউজঃ ছাতকে লতিফিয়া স্মৃতি পরিষদ মির্জাপুর বুড়াইরগাও এর নতুন কার্যালয় ও শপথ অনুষ্ঠিত হয়েছে ।

আজ ১৩ অক্টোবর২০২০ইং,মঙ্গলবার,বাদ যোহর লক্ষিবাউর বাজার নতুন কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা তাজ উদ্দিন’র সভাপতিত্বে এবং সহ সভাপতি ছায়াদ আহমদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনেরটুক আলীম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল লেইছ ফারুকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,শাহপরান লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল,সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার,প্রশিক্ষণ সম্পাদক আল-আমীন,৬ নং ওয়ার্ড মেম্বার মনির মিয়া।

আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আব্দুল মোছাব্বির,দারুল কিরাত শাহপরান লতিফিয়া দাখিল মাদরাসা শাখার নাজিম আলাউদ্দিন,দোয়ারা পশ্চিম উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান,লক্ষিবাউর বাজার মসজিদের ইমাম মাওলানা সুলেমান আহমদ,মাওলানা আনছার আলী,মাওলানা ইমরান হোসেন,সুন্দর আলী,তাইদ মিয়া,সমছু মিয়া,আনর আলী,আং নুর সহ পরিষদের সকল দায়িত্বশীল বৃন্দ।