• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরের জেনিথ রহমান লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
জগন্নাথপুরের জেনিথ রহমান লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মেয়ে যুক্তরাজ্যের লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটস এর দ্বিতীয় বারের নির্বাচিত কাউন্সিলর”জেনিথ রহমান”লন্ডন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃস্থানীয়রা।স্পিকার জেনিথ রহমান জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রয়াত কবি আবুল বশর আনসারীর জৈষ্ঠ্য কন্যা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এর চাচাতো বোন।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দরা বলেন, জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তানেরা উচ্চ শিক্ষা অর্জন করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রতিনিধিত্ব ও উচ্চ পর্যায়ের মর্যাদাশীল পেশায় নিয়োজিত রয়েছেন । টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার জেনিথ রহমান তাদের মধ্যেই একজন।

জেনিথ রহমানের কর্মময় জীবনের সফলতা লাভে দোয়া সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম রাজন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক হিরক, প্যানেল মেয়র সোহেল আহমদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিলর মামুন আহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর দিলোয়ার হুসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর দীপক গোপ, পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজকর্মী সাহেদ আহমদ, শাহ সাহেদ আহমদ, রাসেল আহমদ চৌধুরী, মামুর আহমদ, সমাজকর্মী ও শিক্ষানুরাগী জাহেদ আহমদ, মামুন আহমদ, বিশিষ্ট শিল্পপতি আজাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী বাউল রকি, যুক্তরাজ্য প্রবাসী আহমেদ মিজান, যুক্তরাজ্য প্রবাসী জুবেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহীম পীর, বিশিষ্ট সাংস্কৃতিক সংঘটক এম এ কাইয়ুম, সাংস্কৃতিক শিল্পী এম এ কাশেম, চিত্র শিল্পী জুনায়েদ আহমেদ সজল, যুবলীগ নেতা আজিজুল হক সুমন।