• ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় আসছেন স্টিফেন বিগান

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
ঢাকায় আসছেন স্টিফেন বিগান

বিবি এন নিউজ ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বিগান আগামী ১৪ অক্টোবর (বুধবার) ঢাকায় আসছেন। শুক্রবার (০৯ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই বিগান ঢাকা সফর করবেন। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বিগানের এই সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একই ভিশন উম্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ইন্দোপ্যাসিফিক গড়ে তোলা ও কোভিড-১৯ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।