• ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৬ই রমজান, ১৪৪৪ হিজরি

নতুন অ্যাটর্নি জেনারেল, সিলেটের আমিন উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
নতুন অ্যাটর্নি জেনারেল, সিলেটের আমিন উদ্দিন

বিবি এন নিউজ সিলেটঃ দেশের ১৬তম নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারিকরা হয়েছে।

আমিন উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নে। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ এম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার পদটি শূন্য হয়।

দেশের বিচার বিভাগের ইতিহাসে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন মাহবুবে আলম