• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

বিবি এন নিউজ ঢাকাঃ  মহামারি করোনাভাইরাসের ঝুঁকির কারণে এবার  এইচ এসসি পরীক্ষা  না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী   ডাঃ দিপু মনি।

এর আগে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরীক্ষা না নেয়ায় এবার জেএসসি ও এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের তথ্য জানান। শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে এ বিষয়ে মতামত দিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আসছে নভেম্বরের মধ্যেই কমিটি প্রতিবেদন দেবে। এর ভিত্তিতে ডিসেম্বরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। যাতে জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। বিশ্ববিদ্যালয়ে কি প্রক্রিয়ায় ভর্তি করা হবে এ সংক্রান্ত প্রশ্নে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।