• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন

বিবি এন নিউজ ডেস্কঃ  গোলাপগঞ্জের জাকির হোসেন (৩৮) নামের এক প্রবাসী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি মারা যান। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামে। তিনি মৃত কন্টন মিয়ার পুত্র।

জানা গেছে, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলকম মেডিক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রবিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরের ফুফাতো ভাই নুরুল আম্বিয়া।

এদিকে জাকির হোসেনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জাকির ৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার বসবাস করছিলেন। তার একটি মেয়ে সন্তান রয়েছে। সুত্র বিডি প্রতিদিন