• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লন্ডনে দোকানে ডাকাতির চেষ্টা, মহিলা পুলিশ ছুরিকাহত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
লন্ডনে দোকানে ডাকাতির চেষ্টা, মহিলা পুলিশ ছুরিকাহত

এ এম সমুজ, বিবি এন নিউজ লন্ডনঃ আজ রোববার লন্ডনের ওয়েষ্টমিনিষ্টারের চ্যাপটার স্ট্রীটের  পিমলিকো গ্রোসারী দোকানে বিকাল বেলা দু জন  সশস্ত্র ডাকাত হামলা করে।

দোকানের মালিক জীবন বাজী রেখে ডাকাতদের প্রতিহত করতে সক্ষম হন। এক পর্যায়ে ডাকাতরা পালাতে চেষ্টা করে। সে সময় ডিউটিরত  পুলিশের দু জন সদস্য ডাকাত দল কে ধাওয়া করে। গ্রেফতার এড়াতে ডাকাতের একজন, মহিলা পুলিশ সদস্যকে পেটে আঘাত করে। শেষে আর্ম পুলিশের চেষ্টায় ডাকাতদের গ্রেফতার করা হয়।

আহত পুলিশ কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তবে তিনি আশংকামুক্ত।

লন্ডনের মেয়র সাদিক খান পুলিশের সাহসিকতার প্রশংসা করেন এবং এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

লন্ডনের পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।  সুত্র The Sun.