বিবি এন নিউজ ডেস্কঃ উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস এখন বিশ্বের জন্য গলার কাটা। কোন রকমেই এই ভাইরাস কে দমিয়ে রাখা যাচ্ছে না। আজ মৃত্যুর সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে।
গবেষকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে ৩ গুন বেশি। কেননা এমন দেশ এবং অঞ্চল রয়েছে যেখানের সঠিক কোন পরিসংখ্যান নাই।
বিশ্বের ১৮৮ দেশের প্রায় ৩ কোটি বিশ লাখ মানুষের মাঝে এ রোগ ছড়িয়ে পড়েছ।
আমেরিকা, ব্রাজিল, লন্ডন এবং এশিয়ার দেশ ভারত মৃত্যুর দিক দিয়া শীর্ষে রয়েছ।