গ্রেটার ম্যানচেষ্টার থেকে শেখ জাফর আহমদ:-
বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক , মাদার অফ হিউম্যানটি , জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে , যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্তর্গত ,, নর্থ ওয়েষ্ট ও নর্থ ইষ্টের ২০টি শাখার উদ্যোগে ভার্চুয়া আনন্দ সভা অনুষ্টিত হয়. নর্থ ইংল্যান্ডের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ সুরাবুর রহমানের সভাপতিত্ত্বে এবং ব্রাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ এমবিই ও গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার যৌথ পরিচালনায় ,.অনুষ্টিত আনন্দ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য , ১৪ দলের সম্মনয়ক জননেতা আমির হোসেন আমু এমপি, প্রধান আলোচক হিসাবে উপিস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, ড: আব্দুল মোমেন এমপি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী .
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, যুগ্ন সম্পাদক রুহুল আমীন রুহেল, যুগ্ন সম্পাদক রুহুল আমীন চৌধুরী মামুন, ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারন সম্পাদক মোফাজ্জিল খান, লীডস আওয়ামীলীগের সভাপতি দিলাউর রহমান মুজিব, সাধারন সম্পাদক শাহ ইয়াওর, ব্রাডফোর্ড আওয়ামীলীগের সহ সভাপতি সুনু মিয়া, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মোহাম্মদ মিজান, নিউক্যাসল আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়ালী, লিভারপুল আওয়ামীলীগের সভাপতি মুজাহিদুর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ শিপার মিয়া,ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েছ আহমদ কামালী, সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক শেখ জাফর আহমদ, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান, চেশার এন্ড নর্থ ওয়েলস আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক এটিএম লোকমান, সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ, হাইড, কিথলী, শেফিল্ড, রচডেল, বার্নলী, উইরাল, শটোকে অন ট্রেন্ট, হল হাম্বার, ইয়র্ক, ইষ্ট লিনকনশায়ার এন্ড স্কানতপ আওয়ামীলীগের সম্মানীত নেতৃবৃন্দ . সভায় বক্তারা শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ভিবিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করেন. শেখ হাসিনার সুসাস্থ্য , দীর্ঘায়ু কামনা করেন. সভা চলা কালীন অবস্থায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের সম্মানীত এটর্নী জেনারেল জনাব মাহবুবে আলম এর মৃত্যু সংবাদ আসলে , সভার উপস্থাপক শওকত আহমদ এমবিই শোক প্রস্তাব এর আবেদন করেন এবং সাথে সাথে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর সমর্থনের মধ্য দিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়.।