• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুঃখ নিয়েই চলে গেলেন মাহবুবে আলম

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
দুঃখ নিয়েই চলে গেলেন মাহবুবে আলম

বিবি এন নিউজ ডেস্কঃ  আন্তর্জাতিক  অপরাধ দমন ট্রাইবুনালের রাষ্ট্র পক্ষের অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বহুল আলোচিত আল্লামা সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ে খুশী হতে পারেন নি। তিনি  আল্লামা সাঈদীর ফাঁসী চেয়ে ছিলেন। অবশেষে আফসোস নিয়ে শাষকষ্টে মারা গেলেন তিনি।

২০১৩ সালের ২৮ শে ফ্রেবরুয়ারী আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাসীর আদেশ দেয়া হয়। প্রতিবাদের ঝড় উঠে গোঠা দেশজুড়ে। অবশেষে আপিল বিভাগ ২০১৪ সালের ১৪ ই সেপ্টেম্বর ফাঁসীর আদেশের পরিবর্তে আমৃত্যু কারাভোগের দন্ড প্রদান করে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এরআগে গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে।