• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইমনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইমনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক

সুনামগঞ্জ থেকে  নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা সকল অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের মধ্য দিয়ে এনামুল কবীর ইমনের বিরুদ্ধে আনীত অভিযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।

গত ১০ই সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের এক চিঠিতে জানানো হয়, “জনাব এনামুল কবীর ইমন, প্রাক্তন চেয়ারম্যান, জেলা পরিষদ, সুনামগঞ্জ এর বিরুদ্ধে তদবীর বাণিজ্য, সরকারি কাজের কমিশন আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎপূর্বক জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে।”

চিঠিতে এও জানানো হয়, এনামুল কবীর ইমনের বিরুদ্ধে করা অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন তা পরিসমাপ্তি ঘোষণা করেছে।

দুদক কর্তৃপক্ষ তাদের অনুসন্ধান পরিসমাপ্তির এই ঘোষণার অনুলিপি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠিয়েছে বলে জানানো হয়েছে।

গত ১০ই সেপ্টেম্বর ২০২০ তারিখে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সই করা চিঠির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।