• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রিটেনে লকডাউনে কড়াকড়ি আইন আসছে, ভঙ্গ করলে ১০ হাজার পাউন্ড জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
ব্রিটেনে লকডাউনে কড়াকড়ি আইন আসছে, ভঙ্গ করলে ১০ হাজার পাউন্ড জরিমানা

 

বিবিএন নিউজঃকরোনার দ্বিতীয় ঝাপটা শুরু হয়েছে বৃটেনে। দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস।কোনোমতে এ ভাইরাস ঠেকানো যাচ্ছেনা । সাধারণ জনগনের মধ্যে আবার উদ্বেগ  উৎকণ্ঠা দেখা দিয়ছে। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসতে পারে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে।

বৃটেনের প্রধান মন্ত্রী বরিস জনসন জনগন কে কড়া বার্তা দিয়েছেন। এখন থেকে কারো শরীরে কভিড ১৯ পজিটিভ ধরা পড়লে তাকে অবশ্যই ১৪ দিনের সেলফ আইসোলেশন করতে হবে। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানার বিধান করা হয়েছে।

হেলথ সেক্রেটারি মাট হাংকক বলেন, কেউ আইন অমান্য করতে দেখলে সাথে সাথে পুলিশ কে রিপোর্ট করতে বলা হয়েছে। এই লিগেল আইন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে সরকার থেকে বলা হয়েছে। গত শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের উপরে পৌছেছে।
উল্লেখ্য যে, বৃটেনের সর্বমোট আক্রান্তের সংখা ৩৯০৩৫৮জন এবং মৃত্যুর সংখ্যা ৪১৭৫৯জন।