• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিশ্বমানবতার কল্যাণের মহতী উদ্দেশ্যেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে এই জগতে পাঠানো হয়েছে —মুজতবা হাসান চৌধুরী নুমান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১
বিশ্বমানবতার কল্যাণের মহতী উদ্দেশ্যেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে এই জগতে পাঠানো হয়েছে —মুজতবা হাসান চৌধুরী নুমান

বিবিএন ডেস্ক: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, আল্লাহর প্রিয় হাবিব (সা.) মানবতার মহান বন্ধু, সুহৃদ ও সংস্কারক, কৌশলী সমাজবিজ্ঞানী ও দক্ষ রাষ্ট্রনায়ক। তিনি দুনিয়ায় এসেছিলেন মানবতার মুক্তির জন্য। কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানবজাতির দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরায় প্রেরণ করেছিলেন। তাই এই অশান্ত পৃথিবীতে জান্নাতের সুবাতাস আনয়নের স্বার্থে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুশীলন করা এবং তাঁর আচার-আচরণ অনুসরণ করা একান্ত অপরিহার্য। এ জন্য প্রয়োজন তাঁর জীবনচরিত তথা কর্মময় জীবনের ব্যাপক অধ্যয়ন ও বিপুলভাবে চর্চা করা। আর মহান এই রবিউল আউয়াল মাসই হলো এর উপযুক্ত ও শ্রেষ্ঠ সময়।

৬ নভেম্বর, শনিবার, দুপুর ১২টায়, সুনামগঞ্জের অভিজাত একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেমিনারে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গনি সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিনার’র সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা মিসবাহ, জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন এমরান, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক ছায়েম হোসাইন।

শাখার সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ইয়াসিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুবুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন, অর্থ সম্পাদক কুতুব উদ্দিন, অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, সহ-অফিস সম্পাদক মাহবুবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মতিউর রহমান মানিক, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাহিন, জুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম, সদস্য সাইদুল ইসলাম, দেলোয়ার হোসেন, গিলমান আহমদ, দিরাই উপজেলা সভাপতি রশিদ আহমদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রমিজ উদ্দিন, জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জাকির আহমদ, ছাতক উত্তর উপজেলা সভাপতি শাহজাহান আহমদ, তাহিরপুর উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথপুর পৌর সভাপতি এমরান খান প্রমুখ।