• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২১
দোয়ারাবাজারে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দাখিলকৃত মনোনয়নে ক্রুটি থাকায় তাদেরকে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন অফিস কর্তৃক বাছাইকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যা ২জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাধারণ সদস্য ১জন ও মান্নারগাও ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী ১জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর চেয়ারম্যান প্রার্থী ৪৯জন, সাধারণ সদস্য ৩৬০জন ও সংরক্ষিত নারী সদস্যা ১০৬ জন বৈধ প্রার্থী রয়েছেন। নির্বাচন অফিস জানিয়েছেন, রোববার (২৪ অক্টোবর) পর্যন্ত আপিল করা যাবে। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে আপিল আবেদনের মাধ্যমে নিস্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।