• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি: যুবক কারাগারে

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি: যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তির অভিযোগে মাহমুদ হাসান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ছাতক সদর ইউনিয়নের মধুকুনী গ্রামের ফয়জুল ইসলামের পুত্র। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া জানান, গ্রেফতারকৃত যুবকের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন।