• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাঙ্গালী জাতি লড়াই সংগ্রাম করে স্বাধীনতার স্বাদ পেয়েছে-পরিকল্পনামন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১
বাঙ্গালী জাতি লড়াই সংগ্রাম করে স্বাধীনতার স্বাদ পেয়েছে-পরিকল্পনামন্ত্রী
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন বাঙ্গালী জাতি লড়াই সংগ্রাম করে, মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতার স্বাদ পেয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি যুদ্ধ হয়। পরাধীনতার গ্লানি কি তোমরা যারা নতুন প্রজন্ম বুঝতে পারবে না ।
শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের ষ্টেডিয়াম সংলগ্ন স্হানে একটি দৃষ্টি নন্দন কেন্দ্রীয় শহীদ মিনার এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।  সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,যোগেশ্বর দাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম ,প্রমুখ।