• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে উত্তর খুরমায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২১
ছাতকে উত্তর খুরমায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ

বিবিএন ডেস্ক:

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরন করা হয়েছে।

এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দের শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল ও ৩০৯টি ছাতা বিতরণ করা হয়। সোমবার ইউনিয়ন পরিষদের হল রুমে ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদের সভাপতিত্বে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজিজুল হক জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত বাইসাইকেল ও ছাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, এলঙ্গী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, নুতন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, এলঙ্গী মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদ, অফিস সহকারী খলিল মিয়া, অফিস সহকারী মুহিবুর রহমান, ইউপি সদস্য ইলিয়াছ আলী, নুর উদ্দিন আহমদ, ছায়াদ আহমদ, সুন্দর আলী আঙ্গুর, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, ইউপি সদস্যা নুর জাহান বেগম, কমরুন নেছা, ইউপি সচিব মনোমত রায় সহ দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাতা বিতরণ