• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে নোয়ারাই ইউপি ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্বরণে সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
ছাতকে নোয়ারাই ইউপি ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্বরণে সভা অনুষ্ঠিত

বিবিএন ডেস্ক: ছাতকের নোয়ারাই ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্বরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।  অদ্য ৩১.০৮.২১ইং তারিখে মৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩ঘটিকার সময় ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা খালেদ হাসানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আদিল আহমদ তেরার পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাবেক চেয়ারম্যান  আফজাল আবেদীন আবুল.প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন.

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাহবুব আলম.উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য শাহাদাত.লায়েক হোসাইন. ময়নুল হক.হাফিজুর রহমান.লায়েক আহমদ. ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার খান মখন.শুকুর আলী.মনির খান.উপজেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু.ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান.উপজেলা সদস্য আঃ ছত্তার.ইউনিয়ন যুগ্ন আহবায়ক আঃ কাদির.রফিকুল ইসলাম।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমিত কর.লোকমান হোসেন.মাছুম খান অপু.নাজিম উদ্দিন.সানুয়ার হোসেন.রুবেল মিয়া.জাওয়াদ আহমেদ.উজ্জল বিশ্বাস.কয়েছ আহমদ.হুমায়ুন. মারজান আহমদ.মাছুম আহমদ.অভি তালুকদার.লায়েক আহমদ.জুবায়ের আহমদ.শাকিল আহমদ.ফরহাদ হোসেন.তানভির আহমদ.মারজান খান.পাবেল আহমদ.বাবলু মিয়া.আমির হোসেন অপু.পাবেল আহমদ.নিজাম উদ্দিন.দিলোয়ার.মামুন মিয়া প্রমুখ।