• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন নারী সহকর্মী ওসির

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১২, ২০২১
এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলার আবেদন নারী সহকর্মী ওসির

বিবিএন ডেস্ক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা নেওয়ার আবেদন করেছেন এক নারী পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে মামলার আবেদন করেন ওই পুলিশ পরিদর্শক।

মামলার আবেদনে অভিযোগ করা হয়- পুলিশ সুপার মোক্তার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে যান। সেখানে আগে থেকেই কর্মরত ছিলেন ওই পুলিশ পরিদর্শক। মোক্তার হোসেন সহযোগিতা নেওয়ার অজুহাতে বিভিন্ন সময় বাদী বাসায় যাতায়াত শুরু করেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর বাসায় গিয়ে বাদীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দেন। পরে ওই বছরের ২২ ডিসেম্বর বাদীর কাছে ক্ষমা চাইতে গিয়ে মোক্তার হোসেন আবারও ধর্ষণ করেন। পরে দেশে ফিরে এসে বাদীকে আবারও কয়েক দফা ধর্ষণ করেন মোক্তার হোসেন।

করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী।