• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৯, ২০২১
ছাতকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

 

ছাতক প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ছাতকে গৃহহীন ও ভূমিহীন দের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

সোমবার বিকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মোল্লাপাড়ায় নির্মিত ৭৪টি ঘরের উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। এসময় উপহারের ঘরের একটি কক্ষে চা-বিস্কুটের দোকান দিয়ে জিবিকা নির্বাহ করা এক মহিলাকে ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা রেফ্রিজারেটর উপহার দেয়া হয়।

পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, এসিল্যান্ড ইসলাম উদ্দিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তাদের সাথে কথা বলে ঘরের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এর আগে ছাতক পৌর সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ম্যূরাল উদ্ভোধন করেন তিনি।