লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০০ ঘনফুট ভারতীয় পাথর, ইঞ্জিনসহ ৩টি স্টীলবডি নৌকা এবং ১২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩১,১২,০০০/- টাকা।
আশাউড়া বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলাধীন রংগারচর ইউনিয়নের শাহপুর নামক স্থান হতে ৫০পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৭,৫০০/- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়দল নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৭,৭৫০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ১৭ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতী নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০১,২০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতী নদী হতে ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০১,২০০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১৫০ কেজি বাংলাদেশী ডাবলী বুট আটক করে, যার আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও বাঁশ বনবিট কার্যালয় এবং পাথর, বারকী নৌকা, ইঞ্জিনসহ স্টীলবডি নৌকা ও বাংলাদেশী ডাবলী বুট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।