লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান- উপজেলার চলমান বিভিন্ন
পরিদর্শন করেছেন।সোমবার(১২জুলাই)চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন ১ম ও ২য় পর্যায়ের ২১০ টি ঘরের মধ্যে মাঝাইর গ্রামে ৩৯ টি এবং জামালপুর গ্রামে ৫২টি ঘর পরিদর্শন করেন। এছাড়াও কোভিড -১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ৩০ জন অস্বচ্ছল ব্যক্তিকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।এদিকে সংস্কারকৃত স্মৃতিসৌধের কাজ পরিদর্শন এবং উপজেলা ভূমি অফিস চত্বরে গাছের চারা রোপন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন,
উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ,
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো:ইকবাল হোসেন,সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সজল মোল্লা,পিআইও মো:শফিকুল ইসলাম প্রমূখ।