বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে আজ আক্রান্ত ও মৃত্যু দুটোই অস্বাভাবিক হারে বেড়েছে। অন্যদিকে আগামী ১৬ ই আগষ্টের পর করোনা পজিটিভ হলেই শিক্ষার্থীদের সেলফ আইশোলেশনের প্রয়োজন হবে। এছাড়া বাকি শিক্ষার্থীদের আইশোলেশনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামশন।
যুক্তরাজ্যে আক্রান্ত যেন কমার নাম নেই। আজও দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৭৭৩ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে আজ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭ জন।
এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৫৮ হাজার ৮৬৮ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৬৮ জন।
অন্যদিকে আজ পর্যন্ত যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৬৮১ জন। আর টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৩ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ১৭৬ জন।
এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে রোগী বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের আইশোলেশনে থাকার মাত্রাও বেড়ে গিয়েছে।
তবে এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামশন জানিয়েছেন, ১৬ ই আগষ্টের পর থেকে যদি কোন শিক্ষার্থীর করোনা হয় তাহলেই তাকে আইশোলেশনের থাকতে হবে। সে ক্ষেত্রে আক্রান্ত শিক্ষার্থীর চারপাশে থাকা অন্য শিক্ষার্থীদের সেলফ আইশোলেশনের প্রয়োজন নেই।
অন্যদিকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম রয়েছে তা আগামী ১৯ জুলাই শেষ হবে বিরস জনসনের আনুষ্ঠানিক ঘোষনার মধ্য দিয়ে।
এডুকেশন সেক্রেটারি বিষয়টি নিয়ে বলেছেন, এভাবে আইশোলেশনের কারনে প্রচুর শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যহত হচ্ছে। শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পরছে।
এদিকে বর্তমানে শিক্ষার্থীরা যে পিসিআস টেস্ট করছে তা হয়তো আগামী গ্রীস্ম পর্যন্ত চালানো লাগতে পারে বলে মনে করছেন গ্যাভিন উইলিয়ামশন।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের নিরাপত্তাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই সেই অনুযায়ীই কাজ করছে সরকার।