• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

এক চুমুতে চাকুরি,বউ হারালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী,গিনা হারালেন স্বামী

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৭, ২০২১
এক চুমুতে চাকুরি,বউ হারালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী,গিনা হারালেন স্বামী

বিবিএন ডেস্ক:  এক চুমুতে ঘটে গেলো কতো কিছু! হারালেন স্বাস্হ্য সচিবের পদ, হারালেন বউ, হলেন সমালোচিত, তোলপাড় ব্রিটিশ রাজনীতির  অন্দরমহল থেকে যুক্তরাজ্যের গলিপথ, মুখোরোচক গল্প নাম্বার টেন ডাউনিং ষ্ট্রিট থেকে দেশের শেষ প্রান্তের গ্রামের চায়ের টেবিলে!

ম্যাট হ্যানককের বউ ছেড়ে গেছেন, এই সংসারে ৩ সন্তান রয়েছে
বউয়ের সাথে ম্যাট হ্যানকক, চুমু কেলেংকারীর পর ছেড়ে গেছেন

 

সম্পর্কের জেরে বর্তমান স্ত্রী ও চাকরী হারালেও গিনা কোলাডঅ্যান্জেলার সাথে সম্পর্কের বিষয়ে সিরিয়াস যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্য সেক্রেটারি ম্যাট হ্যানকক।
দ্যা সানের করা এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে সম্পর্কের শুরু করা এই জুটি খুব তাড়াতাড়ি এক সাথে থাকা শুরু করবেন।

গিনার স্বামী হাইষ্ট্রিট ব্রান্ড অলিভার বনসের মালিক, তারাও আলাদা থাকছেন
গিনার স্বামী নামকরা ফ্যাশন ব্রান্ড অলিভার বনসের মালিক। তারাও আলাদা থাকছেন

 

ম্যাট হ্যানকক বলেন, গিনার সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় মে মাসে। তবে তারা খুব দ্রুত এক সাথে ঘর বাধবেন।

এদিকে সম্প্রতি ম্যাট হ্যানকক ও তার বর্তমান প্রেমিকা গিনার অন্তরঙ্গ  চুমুর একটি ছবি প্রকাশ করে দ্যা সান। মূলত করোনার বিধি নিষেধের মধ্যে নিয়ম ভঙ্গ করার অভিযোগ ওঠে ম্যাট হ্যানককের বিরুদ্ধে। আর এই অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন ম্যাট হ্যানকক।

গিনাকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনির্বাহী পরিচালক পদে ম্যাট হ্যানকক নিয়োগ দেন
কলেজ জীবনের বান্ধবীকে নিজেই অনির্বাহী পরিচালক পদে স্বাস্থ্য মন্ত্রনালয়ে নিয়োগ দেন

 

অন্যদিকে ছবি প্রকাশের পরই ম্যাট হ্যানকক তার স্ত্রীকে গিনার সাথে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়ে দেন। একই সাথে তারা আর এক সাথে থাকবেন না বলেও বর্তমান স্ত্রী মার্থাকে জানিয়ে দেন হ্যানকক।

ম্যাট হ্যানককের প্রেমিকা স্বাস্হ্য মন্ত্রনালয়ের অনির্বাহী পরিচালক গিনা’র স্বামী হাইস্ট্রিটের অন্যতম নামকরা ফ্যাশন শপ অলিভার বনসের মালিক। সানের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গিনা ও তার স্বামী আলাদা ঘরে বসবাস করছেন।

ম্যাট হ্যানকক ও গিনা কোলাডঅ্যান্জেলার মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয় তাদের ছাত্রজীবনে; যখন তারা উভয়েই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি রেডিও স্টেশনে পার্টটাইম চাকরি করতেন। পরে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনির্বাহী পরিচালক পদে নিয়োগ পান গিনা।(রানার মিডিয়া)