• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আতঙ্কিত হবেন না, সচেতন হোন : সিলেটের ভূমিকম্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩১, ২০২১
আতঙ্কিত হবেন না, সচেতন হোন : সিলেটের ভূমিকম্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধিঃ  এক অজানা আতংকের মধ্যে রাত দিন পার করছেন সিলেটবাসী। কখন জানি ভুমিকম্প শুরু হয়। সিলেটের লাখ লাখ প্রবাসীরা ও আছেন দুশ্চিন্তায়।  সিলেটজুড়ে এখন ভূমিকম্প আতঙ্ক দেখা দিয়েছে। গত দুদিন কয়েক দফায় ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন সকলে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (৩০ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘গতকাল সিলেটে পরপর চারটা ভূমিকম্পের কথা শুনলাম। বিকেলে শুনলাম মোট ছয়টা ছোট ছোট ভূমিকম্প হয়েছে। আজকে সকালেও একটা ভূমিকম্পের খবর পেলাম, মোট সাতটা। এতে অনেকেই আতঙ্ক। কারণ অনেক সময় মনে হয়, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের জন্য আপনারা আতঙ্কিত হবেন না, সচেতনতা বজায় রাখেন।’সিলেটবাসীকে সচেতনতার বার্তা দিয়ে মোমেন বলেন, ‘যখনই এ ধরনের ভূমিকম্প হবে তখন নিরাপত্তা যেখানে আছে সেখানে যান।

জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি কিট পাওয়া যায় সেগুলো কিছু হাতের কাছে রাখেন, আপনাদের বাড়িতেই আছে। ফার্স্ট এইড অনেক সময় লুকিয়ে থাকে, এটা একটু ধারের কাছে রাখেন যদি প্রয়োজন পড়ে। আর পুলিশের ৯৯৯ নম্বরটা মনে রাখবেন, যদি আপনার এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন।’মোমেন ভূমিকম্প থেকে সতর্ক থাকার বিষয়ে নিজ জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সেখানে। তিনি বলেন, ‘আমরা আগের যুগে দৌড়ে মাঠে ছুটে যেতাম। আমরা সঙ্গে সঙ্গে খোলা আঙিনায় গিয়ে দাঁড়াইতাম, আল্লাহ আল্লাহ করতাম। সেই পুরনো নীতি আপনারা চেষ্টা করতে পারেন।’