• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ মহিলা আ’লীগের উদ্যোগে খাদ্য বিতরণ ও চপলের সূস্হতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৫, ২০২১
সুনামগঞ্জ মহিলা আ’লীগের উদ্যোগে খাদ্য বিতরণ ও চপলের সূস্হতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন পলাশ বাজারে অসহায় , দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপলের দ্রুত সূস্হতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার বারের মত করোনার কারণে এবং চলমান লকডাউনের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ চরম অর্থনৈতিক সংকটে থাকায় এই উদ্যোগ নিয়েছে জেলা মহিলা আওয়ামীলীগ। এ সময় সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামছুল নাহার বেগম ও সাধারণ সম্পাদক হুসনা হুদা , সৈয়দা ফারহানা ইমা, ফৌজিআরা শাম্মী, সেলিনা বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ   সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।