• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দোয়ারায়বজ্রপাতে কৃষকের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মে ৪, ২০২১
দোয়ারায়বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

বিবিএন নিউজ ডেস্ক: দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রপাতে মােঃ আব্দুল বারী (৫০) নামেরএক কৃষকের মৃত্যু হয়েছে। মােঃ আব্দুল বারী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।মঙ্গলবার (০৪ মে )সকালে দেখার হাওরে গরু চরাইতে যায় মো,আব্দুল বারী। এ সময় প্রচন্ড বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার বড় ভাই মােঃ হােছন আলী জানান,মঙ্গলবার (৪ মে) সকাল ৮ ঘটিকার সময় দেখার হাওরে গরু নিয়ে যায় সে। সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বড় আকারের ঝড় ও বৃষ্টি শুরু হলে মােঃ আব্দুল বারী এ সময়ে প্রচন্ড বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা নং০৫/২০২১ইং রুজু করা হয়েছে।