• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইসরাইলের পরমাণু স্থাপনার কাছে আছড়ে পড়লো সিরিয়ার মিসাইল

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১
ইসরাইলের পরমাণু স্থাপনার কাছে আছড়ে পড়লো সিরিয়ার মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক:  ইসরাইলের একটি পরমাণু স্থাপনার কাছে আঘাত হেনেছে সিরিয়ার বিমানবিধ্বংসী মিসাইল। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাক্রমে এমনটি হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, ডায়মোনা শহরের পরমাণু স্থাপনার কাছে এই মিসাইল আছড়ে পরে। ইসরাইল এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, ঘটনায় তাৎক্ষনিকভাবে কারো হতাহত হওয়ার বিষয়ে জানা যায়নি। তবে মিসাইলটি ছোঁড়ার পরেই ইসরাইলের ওই এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে পরমাণু স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। হামলার ফলে যে বিস্ফোরণ হয় তা ছিল বেশ বড়।

এর শব্দ ঘটনাস্থল থেকে ১৫০ কিলোমিটার দূরে থাকা ইসরাইলের রাজধানী থেকেও শোনা যায়।